Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়দিনে পুতিনের মৃত্যু কামনা জেলেনস্কির!

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:০৬

ভলোদিমির জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

বড়দিনে নিজ দেশের মানুষের উদ্দেশে দেওয়া শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যুকামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বড়দিনের আগের রাতে ক্রিসমাস ইভে (২৪ ডিসেম্বর) এক্সে পোস্ট করা একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যত কষ্টই চাপিয়ে দিক না কেন, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দখল বা ধ্বংস করতে সক্ষম নয়। সেগুলো হলো আমাদের ইউক্রেনীয় হৃদয়, একে অপরের প্রতি আমাদের বিশ্বাস এবং আমাদের ঐক্য।’

পুতিনের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘আজ আমরা সবাই একটি স্বপ্ন ভাগ করে নিচ্ছি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, ‘তার ধ্বংস (মৃত্যু) হোক’।

বিজ্ঞাপন

এরপর তিনি ইউক্রেনে শান্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন অবশ্যই আমরা আরও বড় কিছু চাই। আমরা ইউক্রেনের জন্য শান্তি চাই। আমরা এর জন্য লড়াই করি, এর জন্য প্রার্থনা করি, এবং আমরা এটি পাওয়ার যোগ্য।’

জেলেনস্কির এই বড়দিনের কামনা আসে এমন এক সময়, যখন মঙ্গলবার রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনে অন্তত তিনজনকে হত্যা করেছে এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করেছে।

ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘বড়দিনের প্রাক্কালে রাশিয়ানরা আবারও দেখিয়েছে তারা আসলে কারা। ব্যাপক গোলাবর্ষণ, শত শত শাহেদ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিনঝাল হামলা সবকিছুই ব্যবহার করা হয়েছে। এটাই ঈশ্বরহীনদের আঘাত।’

ইউক্রেনীয় নেতা সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে যুদ্ধ শেষ করার জন্য প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার বিস্তারিতও তুলে ধরেন। তিনি বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেন দেশের পূর্বাঞ্চলের শিল্পসমৃদ্ধ কেন্দ্র থেকে সেনা প্রত্যাহার করবে। তবে তিনি স্পষ্ট করেন, এটি তখনই সম্ভব হবে, যদি মস্কোও সেনা সরিয়ে নেয় এবং ওই এলাকা আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে একটি নিরস্ত্রীকৃত অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন পুতিন। এরপর প্রায় ৩ বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করছে তার সেনারা। এই সময়ে ইউক্রেনের ২০ শতাংশ অঞ্চল দখল করেছে রাশিয়া।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর