Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানালেন মামুনুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ২০:২৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২০:২৮

খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা: তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার দেশে ফেরা গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। জাতীয় সংকটময় সময়ে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় ভূমিকা এবং পারস্পরিক বোঝাপড়া ও ঐক্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তারেক রহমান কী ধরনের রাজনৈতিক ভূমিকা রাখেন, জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশার প্রশ্নে কী অবস্থান নেন—তার ওপরই দেশের রাজনীতিতে এই প্রত্যাবর্তনের ইতিবাচক প্রভাব নির্ভর করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫-২০২৬ কেন্দ্রীয় মজলিসে শূরার দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশন পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মামুনুল হক বলেন, কায়েমী স্বার্থবাদী ও বুর্জোয়া শক্তিকে প্রত্যাখ্যান করে দেশ ও জাতির জন্য নিজেকে কুরবানী করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন শহিদ শরীফ উসমান হাদি। তার আপসহীন চরিত্র ও আদর্শিক দৃঢ়তার কারণেই তিনি চিরদিন জনগণের হৃদয়ে অমর হয়ে থাকবেন। জানাজায় লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে শহিদ উসমান হাদি এখনও জনতার চেতনায় চিরভাস্বর হয়ে রয়েছেন।

তিনি আরও বলেন, অতীতে দৈনিক আমার দেশ, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, শীর্ষনিউজ ডটকমসহ বরেণ্য সম্পাদক মাহমুদুর রহমান ও প্রবীণ সাংবাদিক আবুল আসাদের ওপর যে সীমাহীন অত্যাচার, অবিচার ও নিপীড়ন চালানো হয়েছিল—সেই সময় যদি মিডিয়া জগৎ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হতো, তাহলে আজ দুটি মিডিয়া হাউজ ও একজন সম্পাদক আক্রান্ত হওয়ার দুঃখজনক ঘটনাও হয়তো ঘটত না।

অধিবেশনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা ইসমাইল নূরপুরী, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মাওলানা আলী উসমান, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা নিয়ামতুল্লাহ, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান ও প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ প্রমুখ।

বিজ্ঞাপন

কে এই মার্টিন লুথার কিং?
২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১২

আরো

সম্পর্কিত খবর