পিরোজপুর: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তল্লাশি অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় জেলার পুরাতন বাসস্ট্যান্ডে শুরু হওয়া এই কার্যক্রমের নেতৃত্ব দেন পিরোজপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন। এসময় তার সঙ্গে ছিলেন সদর থানা পুলিশের সদস্যরা।
তল্লাশির সময় হেলমেটবিহীন, কাগজবিহীন এবং অতিরিক্ত গতিতে চলাচলকারী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। অভিযানের উদ্দেশ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করা।
ঘণ্টাব্যাপী চলা এই অভিযান চলাকালে যানবাহন চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের যৌথ তল্লাশি অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।