Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে হামলা, বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৪:২৩ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:০৯

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা।

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য বিরোধের জের ধরে রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে অতর্কিত হামলার ঘটনায় সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৬) নামে একজন নিহত হয়েছেন।

নিহত সাইফেল সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল সর্দার ওই গ্রামের হবি সর্দারের ছেলে। এ সময় ইসমাইল মোল্যা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে তুহিন গ্রুপের সমর্থক সাইফুল সর্দারে ওপর অতর্কিত হামলা চালায়। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, ‘দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে সাইফুল সর্দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর