ঢাকা: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবর জিয়ারতের উদ্দেশে গুলশানের নিজ বাসভবন থেকে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি গুলশান থেকে বের হয়ে জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা হয়েছেন।
জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতে অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলীয় কর্মী-সমর্থকেরা উপস্থিত থাকবেন।