Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ২০২৫
বিপিএলের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিং করবে সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৫:১৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করবে সিলেট টাইটানস। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। টসে জিতে সিলেটকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছে রাজশাহী।

সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, রাজশাহীর নাজমুল হোসেন শান্ত। দুই বন্ধু বিপিএলের প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে যেটা বাড়তি আগ্রহ তৈরি করেছে।

এবারের বিপিএল অংশ নিচ্ছে ৬টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

সিলেট একাদশ: সাইম আইয়ুব, রনি তালুকদার, হজরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, রুয়েল মিয়া।

বিজ্ঞাপন

রাজশাহী একাদশ: তানজিদ হাসান, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্ডো, সন্দীপ লামিচানে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর