Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ২০২৫
শান্তর সেঞ্চুরিতে জয় দিয়ে বিপিএল শুরু রাজশাহীর

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬

আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না তার। নাজমুল হোসেন শান্ত স্বরূপে ফিরলেন বিপিএলের উদ্বোধনী ম্যাচেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের এবারের আসরের প্রথম ম্যাচে শান্তর দুর্দান্ত এক সেঞ্চুরিতেই সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স।

রাজশাহীর সামনে লক্ষ্যটা ছিল বেশ বড়। ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। ১৯ রানের মাথায় তানজিদ তামিমকে হারায় তারা। তামিমকে ফিরিয়েছেন খালেদ আহমেদ।

এরপর জুটি গড়েন সাহিবজাদা ফারহান ও শান্ত। এই জুটি দলকে নিয়ে গেছে ৬২ রান পর্যন্ত। দলীয় ৬২ রানের মাথায় ফেরেন ২০ রান করা ফারহান। ফারহানকে ফিরিয়েছেন মেহেদি মিরাজ।

বিজ্ঞাপন

এরপর শান্ত-মুশফিক জুটি দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। এই জুটি ম্যাচের বাকিটা সময় আর বিপদ হতে দেননি। সিলেটকে হতাশায় ডুবিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। হাফ সেঞ্চুরি পেয়েছেন মুশফিকও।

শান্ত-মুশফিকের ১৩০ রানের জুটিতে ২ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় রাজশাহী। শান্ত অপরাজিত ছিলেন ৬০ বলে ১০০ রানে, মুশফিক করেছেন ৩১ বলে ৫১ রান।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে পারভেজ ইমনের ৬৫, রনি তালুকদারের ৪১ ও আফিফের ৩৩ রানের সুবাদে ৫ উইকেটে ১৯০ রানের বড় লক্ষ্য দাড় করায় সিলেট। শেষ পর্যন্ত এই স্কোর অবশ্য জয়ের জন্য যথেষ্ট হয়নি তাদের।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর