Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাশেজ ২০২৫
২ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫ ১২:৫০

এবারের অ্যাশেজের প্রথম টেস্ট শেষ হয়েছিল মাত্র দুইদিনে। পার্থে সেবার ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজের চতুর্থ টেস্ট আবার শেষ হলো দুইদিনের মাথায়। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে বোলারদের দাপটের দিনে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ২০১১ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ইংলিশরা।

মেলবোর্নে প্রথম দিনে পড়েছিল ২০ উইকেট। ৪৬ রানে এগিয়ে থেকে দিনের খেলা শেষ করেছিল অজিরা। দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। ব্রাইডন কার্সের ৪ ও বেন স্টোকসের ৩ উইকেটে মাত্র ৩৪ ওভার ৩ বলেই অলআউট হয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করেছে ১৩২ রান।

বিজ্ঞাপন

এই ইনিংসে তিন অংক ছুঁয়েছেন মাত্র ৩ জন ব্যাটার। সর্বোচ্চ ৪৬ রান এসেছে হেডের ব্যাট থেকে। স্মিথ করেছেন ২৪, গ্রিনের ব্যাট থেকে এসেছে ১৯ রান।

ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৫ রান। সেই টার্গেট তাড়া করতে নেমে অবশ্য খুব স্বস্তিতে জয় পায়নি ইংল্যান্ড। টার্গেট ছোঁয়ার আগে তারা হারিয়েছে ৬ উইকেট। দুই ওপেনার ক্রলি- ডাকেটে ভালো শুরু পেয়েছিলেন তারা। ক্রলি ফেরেন ৩৭ রানে, ডাকেট করেছেন ৩৪ রান।

জ্যাকব বেথেলের সর্বোচ্চ ৪০ রান ইংল্যান্ডকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেছে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই ৪ উইকেট হাতে রেখে জয় পেয়েছে ইংল্যান্ড।

এই জয়ে ১৮ ম্যাচ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। সিরিজে ৩-১ এ এগিয়ে আছে অজিরা। ৪ জানুয়ারি সিরিজের ৫ম ও শেষ ম্যাচে সিডনিতে মাঠে নামবে দুই দল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর