রাজবাড়ী: রাজবাড়ীতে একটি তুলা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফ্যাক্ট্রারির মালিক।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ২টায় সদর উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের নুরপুর এলাকার মেসার্স এন কে এন্টারপ্রাইজ নামের তুলার ফ্যাক্টারিতে এই অগ্নিকাণ্ড ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে এই ঘটনাটি ঘটে বলে দাবি করেছেন ফ্যাক্টারির মালিক মো. ইমরান হোসেন কাজল।
ফ্যাক্টারির মালিক মো. ইমরান হোসেন কাজল বলেন, ‘গার্মেন্টসের ওয়েস্টেজ রিসাইকেল করে তুলা তৈরি করতাম। আনুমানিক রাত ২টার দিকে এখানে আগুনের সূত্রপাত ঘটে। আমি বাসায় ছিলাম, স্থানীয় কিছু লোক আমাকে ডেকে বলে তাড়াতাড়ি আসেন, আগুন লেগেছে কারখানায়। এসে দেখি চারপাশে আগুন। তারপর ফায়ার সার্ভিসে কল করি। তাদের দুটি ইউনিট এসে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, ‘যেভাবে ফ্যাক্টারির চারপাশে আগুন দেখেছি তাতে মনে হচ্ছে এটা একপাশ থেকে ধরে নাই চারপাশ থেকে আগুন দেওয়া হয়েছে। যদি বিদ্যুৎ থেকে লাগতো তাহলে একপাশ থেকে ধরতো। আমি এলাকার ছেলে, আমার সঙ্গে কারো কোন ঝামেলা নেই, এটা প্রতিহিংসার কারণে করা হয়েছে। এখানে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার তুলা ও কাঁচামাল ছিল-যা পুড়ে গেছে। এছাড়া যে মেশিন রয়েছে তার দাম প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা। সব মিলে প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
স্থানীয় মিজু শেখ বলেন, ‘রাতে শুনতে পাই তুলার ফ্যাক্টারিতে আগুন লেগেছে। এসে দেখি দাও দাও করে জ্বলছে । প্রথমে স্থানীয়রা মিলে আগুন নেভাতে চেষ্টা করি। তারপর ফায়ার সার্ভিসকে কল করা হয়। তারা এসে আগুন নেভায়।‘
ফ্যাক্টরির কর্মচারী মোরসালিন আলী বলে, ‘আমরা প্রায় ১০ থেকে ১৫ জন কাজ করতাম এখানে। এখন আমরা কি করে খাবো। এখানের সব পুড়ে গেছে। মালিকের তো ক্ষতি হলো, আমাদেরও অনেক ক্ষতি হয়ে গেল।’
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো: শামীম মোল্লা বলেন, রাত ২টা ১১মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ফ্যাক্টরির চারপাশে আগুন। আমাদের দুটি ইউনিট কাজ করে সেখানে। আগুন নেভাতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে।’