Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেম্বার অব কমার্সের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:০৪

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আব্দুর ওয়াহেদ। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জেলার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টা ১৫ মিনিটে শহরের পুরাতন বাজারের চেম্বার ভবনে এ সভার আয়োজন করে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আব্দুর ওয়াহেদ । সভায় চেম্বারের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও সোনা মসজিদ বন্দরের বর্তমান অবস্থা, ব্যবসায়ীদের নানা সমস্যা ও সম্ভাবনা, আমদানি-রফতানি কার্যক্রম, বাজার ব্যবস্থাপনা, কর-ভ্যাটসহ অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি ও জেলার অর্থনৈতিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেম্বার ও বণিক সমিতির নেতৃবৃন্দ। সভা শেষে ভবিষ্যতে এ ধরনের গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর