Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বেরোবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭

বেরোবি সংলগ্ন শহিদ আবু সাঈদ চত্ত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি পালন। ছবি: সারাবাংলা

রংপুর: শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন শহিদ আবু সাঈদ চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। চত্ত্বরকে স্লোগানে মুখরিত করে তোলেন আন্দোলনকারীরা। এই অবস্থান দেশজুড়ে চলমান প্রতিবাদের অংশ, যা গত ১২ ডিসেম্বর হাদির ওপর হামলা ও ১৮ ডিসেম্বর তার মৃত্যুর পর থেকে তীব্র হয়েছে।

প্রতিবাদীদের স্লোগানে উঠে এসেছে ‘হাদির রক্ত বৃথা যাবে না’, ‘খুনিদের ফাঁসি চাই’ এবং ‘দ্রুত বিচার নিশ্চিত করো’ ইত্যাদি। ইনকিলাব মঞ্চের স্থানীয় নেতারা জানান, এই কর্মসূচি হাদির স্মৃতিকে অমর করে রাখার প্রয়াস এবং হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি।

বিজ্ঞাপন

বেরোবির শিক্ষার্থী মাসুদ রানা বলেন, হাদির মতো সোচ্চার নেতার হত্যা গণতন্ত্র ও স্বাধীনতার ওপর আঘাত, যা থামাতে হবে। এই অবস্থানের মাধ্যমে তারা সরকারের কাছে ৩০ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর