ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
১৬ জুলাই ২০১৮ ১৩:০৮
।। ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট ।।
ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আহসানউল্লাহ খান নোমান একজন মাদক ব্যবসায়ী।
রোববার (১৫ জুলাই) শম্ভুগঞ্জের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গত মধ্যরাতে রঘুরামপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদকের ভাগ-বাটোয়ারা করছে এমন খবর পান তারা। এর ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঐ এলাকায় তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী আহসানউল্লাহ খান নোমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় দুই পুলিশ সদস্য আহত হন বলে জানান ওসি। এছাড়া ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধারের কথাও জানান তিনি।
নিহত নোমানের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
আরো পড়ুন : কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
সারাবাংলা/এসএমএন