Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুঁটির সঙ্গে বেঁধে যুবককে কুপিয়ে জখম, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ২৩:২০

আহত যুবক আবু সুফিয়ান সিজু।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান সিজু (২১) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই যুবক বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্বৃত্তরা সুফিয়ানকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে তার দুই হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। হামলার সময় তাঁর এক চোখেও আঘাত করা হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মন্ডল জানান, মামলার পর বৃহস্পতিবার রাতেই এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- ওমরপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও শাহ আলম।

তিনি আরও জানান, আহত সুফিয়ান বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে রয়েছেন মা সুফিয়া বেগম। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, সুফিয়ানের এক হাতের কবজি কেটে ফেলতে হতে পারে এবং শনিবার অপারেশনের কথা রয়েছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পাশাপাশি আসামিরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত কি-না, তা তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

এদিকে পঙ্গু হাসপাতাল থেকে মুঠোফোনে আহত সুফিয়ানের মা সুফিয়া বেগম বলেন, ‘চোখে গুরুতর আঘাতের কারণে আমার ছেলে এখন বাম চোখ দিয়ে দেখতে পাচ্ছে না। ডাক্তাররা বলছেন, বাম হাতের কবজি কেটে ফেলতে হতে পারে।’ তিনি দাবি করেন, যারা তার ছেলেকে হামলা করেছে তারা জামায়াতের লোক।

তবে এ অভিযোগ অস্বীকার করে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম বলেন, ‘রাতের আঁধারে এই ঘটনা ঘটিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের ওপর দোষ চাপানো হচ্ছে। নির্বাচনের আগে একটি পক্ষ রাজনৈতিকভাবে আমাদের হেয় করার চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।’

তিনি আরও জানান, এ নির্মম সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগণ শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বড়লেখায় দুই ভাই খুন, আহত ১
২৭ ডিসেম্বর ২০২৫ ২২:৫৮

আরো

সম্পর্কিত খবর