Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ০০:০২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০০:১০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন মা খালেদা জিয়াকে দেখতে শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের পর  দ্বিতীয়বারের মতো মাকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসময় তার সঙ্গে ছোট একটি নিরাপত্তা বহর ছিল।

এর আগে, আজ বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখান থেকে দুপুরে নির্বাচন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশসহ এ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করেন তিনি।

এরপর তিনি বনানী কবরস্থানে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। বের হয়ে সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবর ও পিলখানা ট্র্যাজেডিতে নিহত ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর তিনি গুলশানে বাসায় যান। সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে ধানমন্ডিতে শ্বশুর মাহবুব আলী খানের বাসায় যান। কয়েক ঘণ্টা সেখানে অবস্থান করেন। রাত সাড়ে ৯টার পর বের হয়ে যান এভারকেয়ার হাসপাতালে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর