সিলেট: পেট্রোবাংলার অন্যতম গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য উৎপাদনকারী কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কোম্পানির ঢাকা লিয়াজোঁ অফিস পেট্রো সেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানি পরিচালক পর্ষদের চেয়ারম্যান, সাবেক সচিব আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান ও অন্যান্য শেয়ারহোল্ডাররা, পরিচালক পর্ষদের সদস্যরা, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক এবং কোম্পানির মহাব্যবস্থাপরা উপস্থিত ছিলেন।
২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি (কনডেনসেট, পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন, এনজিএল ও এলপিজি) উৎপাদন ও প্রক্রিয়াকরণপূর্বক বিক্রয় করে কোম্পানি সর্বমোট ২৭৪০.৮২ কোটি টাকা রাজস্ব আয় করেছে।
এ অর্থবছরে কোম্পানি সম্পূরক শুল্ক, মূসক, আয়কর, লভ্যাংশ ও ডিএসএল বাবদ মোট ৮৭৬.৫৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে এবং ৫৩৮.৫৯ কোটি টাকা করোত্তর মুনাফা অর্জন করেছে।