রাজবাড়ী: ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য নিয়ে গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রচারণায় রাজবাড়ীতে এসেছে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজবাড়ী জেলা তথ্য অফিসের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে প্রচারণার অংশ হিসেবে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্য ও প্রামাণ্যচিত্র এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা প্রচার করা হয়। এ সময় দেশাত্মবোধক গানসহ অন্যান্য গান পরিবেশন করেন শিল্পীরা।

এসময়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার বলেন, সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। এই সুপার ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও তথ্য-সংবলিত ক্যারাভানটি নাগরিকদের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে সচেতন করতে সারাদেশে পরিভ্রমণ করবে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে সেখানে আপনাদের অংশগ্রহণ অনেকটা গুরুত্বপূর্ণ। যখন জাতীয় সংসদ নির্বাচন হয় তখন আপনার এলাকায় যিনি উন্নয়ন করে তাকে আপনার ভোট দেন। আপনার এলাকায় আগামী ৫বছর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কোনো একটি প্রতীকে আপনারা ভোট দেন। কিন্তু গণভোটের বিষয়টি জনগণের সচেতন করার জন্য সুপার ক্যারাভানটি জেলাগুলোতে পরিভ্রমন করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা জরুরি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, জেলা তথ্য অফিসার রেখাসহ অনেকেই উপস্থিত ছিলেন।