Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চেয়ে মানববন্ধন


১৬ জুলাই ২০১৮ ১৫:৫৭

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: কেন্দ্রীয় শহীদ মিনারে অায়োজিত সমাবেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা-মামলার বিচার চাইতে গিয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার বিচার চেয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‘আবার তোরা মানুষ হ’

সোমবার (১৬ জুলাই) পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে তারা এই মানববন্ধন করে। মানববন্ধন থেকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানানো হয়।

এ ছাড়া আগামীকাল মঙ্গলবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানানো হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী বলেন, সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের ওপর হামলায় প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছেন না। বরং প্রশাসন নিপীড়নকারীদের সুরেই কথা বলছে। নারী শিক্ষার্থী এমনকি শিক্ষকেরও ওপর হামলা হয়েছে। এই অবস্থার মধ্যে বিশ্ববিদ্যালয় যেতে পারে না।

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র আলমগীর কবির বলেন, আমরা পড়ালেখাকরার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমরা রাজপথে দাঁড়াতে চাই না, আন্দোলনও করতে চাই না। কিন্তু আমরা যখন কোটো সংস্কারের ন্যায্য দাবির জন্য আন্দোলন করি তখন পুলিশসহ সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। গতকাল শহীদ মিনারে শিক্ষকের ওপর হামলা হয়েছে। আমরা এর বিচার চাই।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ।

সারাবাংলা/কেকে/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

দীপাবলির প্রদীপে আশার আলো | ছবি
১ নভেম্বর ২০২৪ ০২:৫৫

জাপা অফিসে লুটপাটের অভিযোগ
১ নভেম্বর ২০২৪ ০০:১৬

আরো

সম্পর্কিত খবর