Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় বিজেপি অফিসে বিএনপি নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:২২

ভোলা: জেলার রাজাপুরে ছাত্রদল নেতা সিফাত হত্যার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলের পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা কার্যালয়ে হামলা ভাঙচুর ও মল(ময়লা) নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে এই হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে বিজেপি থেকে অভিযোগ করা হয়েছে।

অপরদিকে বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ জানান, গত ২৪ ডিসেম্বর রাতে ছাত্রদল নেতা সিফাতকে বিজেপির নেতাদের ষড়যন্ত্রে হত্যা করা হয় তার প্রতিবাদ ও বিচারের দাবিতে জেলা বিএনপি মিছিল বের করে। মিছিলের একটি অংশ নতুন বাজার বিজেপি অফিস এলাকায় এলে মিছিলের ওপর ককটেল নিক্ষেপ করা হয়। এর পরপরই নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিজেপি অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার সময় বিজেপি অফিস তালা দেওয়া ছিল দাবি করে জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির একটি হটকারী গ্রুপ বিনা উসকানিতে তাদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। তিনি আরও বলেন, জেলা বিএনপির সঙ্গে বিজেপির সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল এমন হটকারী ঘটনা ঘটিয়েছে।

তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে ভোলা থানার ওসি মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোন দলের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর