Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২০:২২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:২৪

ঢাকা: ঘন কুয়াশার কারণে আজ সন্ধ্যা থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান ঘন কুয়াশা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকায় আজ সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে চলাচলকারী সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত এবং ২০ আহত হয়েছেন। ওই দুর্ঘটনার পর থেকে ঘন কুয়াশা থাকা অবস্থায় লঞ্চ চলাচলে অনুমতি দিচ্ছে না বিআইডব্লিউটিএ। ঘন কুয়াশার কারণে গতকাল রোববারও সন্ধ্যার পর সদরঘাট থেকে সারাদেশে চলাচল বন্ধ করে দেয় সরকার।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
২৯ ডিসেম্বর ২০২৫ ২০:২২

আরো

সম্পর্কিত খবর