Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার, আধিপত্যবাদবিরোধী লড়াই চলবে: সারজিস আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২২:৪৪

ছবি: সারাবাংলা

পঞ্চগড়: আমরা স্বচ্ছ্, সুষ্ঠ ও নিরপেক্ষ একটি নির্বাচন চাই। বিগত নির্বাচনে পেশাপক্তি ও কালো টাকার ব্যবহার করা হয়েছে, সেই নির্বাচন চাইনা-বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম।

তিনি সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমাদান শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অনেক আশা আকাঙ্খা নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছি। এটা সম্ভব হয়েছে ২৪-এর অভ্যূত্থানে রক্ত দিয়ে, অঙ্গ হারিয়ে, অনেক ত্যাগের মাধ্যমে। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে এসেছে।’ আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার মত ব্যক্ত করেন সারজিস।

বিজ্ঞাপন

এসময় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপির জেলা আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়ন সহ জামায়াত, এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে ১২ জন করে মোট ২৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করেছিলেন। তবে সোমবার বিকেল ৫টা পর্যন্ত পঞ্চগড়-১ আসনে আটজন ও পঞ্চগড়-২ আসনে ১১জনসহ মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর