ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বাউস) ও ন্যাশনাল ইনষ্টিটিউট অব কিডনী ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) যৌথ উদ্যোগে লাইভ অপারেটিভ ওয়ার্কশপ অ্যাডভান্স ইউরোলজিক্যাল ল্যাপরোস্কপিক সার্জারি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) নিকডুর মাল্টিপারপাস হলে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন- রাটগার্স ইউনিভার্সিটি মেডিকেল স্কুল, নিউইয়র্ক, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) এবং পরিচালক, সেন্টার ফর ব্লাডার ক্যান্সার, হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, হ্যাকেনস্যাক, নিউ জার্সি বাংলাদেশি বংশোদ্ভূত বিখ্যাত রোবটিক ও ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. মোতাহার আহমেদ।
এসময় কর্মশালায় বাংলাদেশের প্রখ্যাত ইউরোলজিষ্টরা ফ্যাকাল্টি হিসাবে সরাসরি অপারেশনে অংশগ্রহণ করেন। কর্মশালায় কিডনী, প্রোস্টেট গ্রন্থি ও মূত্রথলির টিউমারের অত্যাধুনিক ল্যাপারোস্কোপি সার্জারি এনআইকেডিইউ এর ওটি থেকে সরাসরি মাল্টিপারপাস হলের ডিসপ্লেতে অধ্যাপক ডা. এসএ খান, অধ্যাপক ডা. সৈয়দ আলফাসানী, অধ্যাপক ডা. মো. ফজল নাসের ও অধ্যাপক ডা. মো. মশিউর আরেফিন রুবেলর তত্ত্বাবধানে ইউরোলজিস্টদের সমন্বয়ে অপারেশনটি সরাসরি দেখানো হয়।
সেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশের ইউরোলজিষ্ট বিশেষজ্ঞ ও এমএস-এফসিপিএস চূড়ান্ত পর্বের ছাত্র-ছাত্রীরা।
কর্মশালাটি মোট ৪টি সেশনে ভাগ করা হয়, যেখানে প্রতিটি সেশনে বাউস-এর জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্যরা, চেয়ারপারসন ও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাউস এর আহ্বায়ক ও বিএমইউ ইউরোলজী অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান স্বাগত ও পরিচিতি বক্তব্য দেন। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বাউস এর সদস্য সচিব ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নিকডুর সহযোগী অধ্যাপক ডা. শাহরিয়ার মো. কবির হাসান (পল্লব) ও আবাসিক সার্জন ডা. সানাউল্লাহ সানু।
এসময় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত প্রায় দুইশতাধিক নবীন, প্রবীণ ইউরোলজি বিশেষজ্ঞরা, এমএস ও এফসিপিএস ইউরোলজিতে চূড়ান্ত পর্বে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, কিডনি প্রোস্টেট গ্রন্থি ও মূত্রথলির টিউমারের অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারির বিভিন্ন আধুনিক টেকনিক সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।