বগুড়া: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জোটসঙ্গী নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্নার পরিবর্তে উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরকৃত আনুষ্ঠানিক চিঠিতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাকে আসনটি ছেড়ে দেয় বিএনপি। তবে ঋণখেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেয়। সোমবার সকালে ঢাকার চেম্বার আদালত ঋণখেলাপি থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতেও নির্দেশ দেওয়া হয়।
সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাবেক সম্পাদক এস এম তাজুল ইসলাম, শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি আসিস রায় প্রমুখ। পরে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।