ঢাকা: ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি পাঠ্যপুস্তক দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দিতে সব জেলা-উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
সোমবার (২৯ ডিসেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস. এম জিয়াউল হায়দার হেনরির সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বই সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে পাঠ্যপুস্তক প্রাপ্তির পর দেরি না করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে হস্তান্তর করতে হবে।
৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে বই পৌঁছানোর সরকারি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ নির্দেশকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত পাঠ্যবই হস্তান্তরের নির্দেশ মাউশির
স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১০:২২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৪৫
৩০ ডিসেম্বর ২০২৫ ১০:২২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৪৫
সারাবাংলা/এনএল/এনজে