Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন


১৬ জুলাই ২০১৮ ১৬:৪৩

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

রাবি: কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানবন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

সোমবার বেলা ১১টায় বিশ্ববদ্যিালয়ের রবীন্দ্র ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা এ আন্দোলন করে।

শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চেয়ে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগের কী চরিত্র সেটা আমরা আমাদের পরিবার থেকে দেখে এসেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হকের উপর লাঞ্ছনাকারী যে ছাত্রলীগকে দেখেছি, সেই ছাত্রলীগের সাথে ঐতিহ্যবাহী ছাত্রলীগের কোনো মিল নেই। ক্ষমতাসীনদের দেখা উচিত এই ছাত্রলীগের ভিত্তিটা কোথায়।

একজন শিক্ষকদের উপর বর্বরোচিত, নির্লজ্জ এবং বেহায়ার মতো যারা হাত তুলতে পারে আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে এদের প্রকৃত চেহারা চরিত্র বের করে আনা হোক।

‘আবার তোরা মানুষ হ’

বক্তব্যে তারা আরও বলেন, কেনো তারা সরকারের ঘোষণা করার পরেও সাহস পায় সাধারণ শিক্ষার্থীদের হামলা করার। আমরা জানি, শহীদ মিনার একটি পবিত্র জায়গা। শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের এই মূলনীতিতে ছাত্রলীগ বিশ্বাস করে। প্রগতির বার্তা বাহক শহীদ মিনারে দাড়িয়ে শিক্ষকরা মানববন্ধন করে। সেই মানবন্ধনের ওপরে কীভাবে তারা হামলা করতে পারে? তাহলে বোঝা যায় আমাদের স্বাধীনতার যে চেতনা তা কোথায় হারিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা আমাদের শিক্ষকদের উপর হামলা চালিয়েছে এরা কোনো সংগঠন থেকে উঠে আসা ছাত্রলীগ, এদের মুখোশ উন্মোচন করে সরকারের কাছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

মানববন্ধনে সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হোসাইন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাশেদ রিন্টু, গোলাম মোস্তফা, চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরিদ, মোল্লা মো. সাঈদ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর আল আজাদসহ অনেকে।

মানববন্ধনে বিশ্ববিদ্যায়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

দীপাবলির প্রদীপে আশার আলো | ছবি
১ নভেম্বর ২০২৪ ০২:৫৫

জাপা অফিসে লুটপাটের অভিযোগ
১ নভেম্বর ২০২৪ ০০:১৬

আরো

সম্পর্কিত খবর