Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জকসু নির্বাচন ৬ জানুয়ারি

জবি করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪০

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন স্থগিতের পর উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করে। সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

বিশেষ সিন্ডিকেট সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. বেলাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের দাবি এবং প্রশাসনিক বাস্তবতা বিবেচনা করে বিশেষ সিন্ডিকেট সভায় আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার সকালে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে নির্ধারিত জকসু নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়। ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক দফা আলোচনা শেষে বিশেষ সিন্ডিকেট সভার মাধ্যমে নতুন তারিখ নির্ধারণ করে।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই নির্বাচনের সংশোধিত সময়সূচি, ভোটগ্রহণের বিস্তারিত নির্দেশনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

জকসু নির্বাচন ৬ জানুয়ারি
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪০

গুলশানে জরুরি সভায় তারেক রহমান
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর