Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৯

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা রহমান। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় চাঁপাইনবাবগঞ্জে রাজ নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তোফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা রহমান।

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক শিরিন আকতার পারভিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক সোনা, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আবদুল ওহাব ও বিদায়ী প্রধান শিক্ষক তোফিকুল ইসলামসহ অন্যরা।

বিজ্ঞাপন

পরে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর