Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের পুষ্টিগুণ বিষয়ে ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬

বক্তব্য দিচ্ছেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিলিমা আক্তার হ্যাপি। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস‌ উপলক্ষ্যে নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের পুষ্টিগুণ বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গার কোষাঘাটা গ্রামের গো-গ্রিন সেন্টারে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিলিমা আক্তার হ্যাপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের উপ-ব্যবস্হাপক ডা.সুলাইমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা ইন্সপেক্টর মোতাসিন বিল্লাহ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশন কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা ফায়সাল মাহমুদ জোয়ার্দ্দার।
ক্যাম্পেইনের শুরুতে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া উজিরপুর কাসেমুল উলুম (বালক-বালিকা) কওমী মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের ২০০ জন শিক্ষার্থী। ক্যাম্পেইন শেষে তাদের পুরস্কৃত করা হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

শোক বইয়ে ২৮ দেশের কূটনীতিকের সই
৩০ ডিসেম্বর ২০২৫ ২০:২৬

আরো

সম্পর্কিত খবর