Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দিন বন্ধের পর বরিশাল-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ২২:৪০

বরিশাল: ঘন কুয়াশার কারণে বরিশাল-ঢাকা নদীপথ সোমবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত কার্যত অচল ছিল। দুই দিন বন্ধ থাকার পর বরিশাল-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। নৌযান চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত থেকে ব‌রিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হবে। এর আগে দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

‎তবে যাত্রীসহ সংশ্লিষ্টরা বলছেন, ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টার যাত্রা ১২ ঘণ্টা বা তারও বেশি সময় নিতে পারে।

‎বরিশাল নদীবন্দর সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ৪টি লঞ্চ ছেড়ে যাবে। পাশাপাশি ঢাকা থেকে বরিশালের উদ্দেশে চারটি লঞ্চ ছেড়ে যাবে। এ ছাড়া ঝালকাঠি থেকে ঢাকা রুটেও একটি লঞ্চ যাবে।

বিজ্ঞাপন

‎এর আগে ঘন কুয়াশার কারণে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল নদীবন্দর থেকে ঢাকাগামী পাঁচটি লঞ্চের যাত্রা বাতিল করা হয়।

‎বিআইডব্লিউটিএ বরিশাল নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. সোলায়মান হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে ঢাকা অফিসের নির্দেশে বরিশাল-ঢাকা রুটের যাত্রা বাতিল করা হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।‎

‎বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশার কারণে গত চারদিন ধরে মঙ্গলবার দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এ সময় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর