পিরোজপুর: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ ও আপসহীন অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ৯০’র গণঅভ্যুত্থানসহ পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্যায়ে তার দৃঢ়তা, নেতৃত্ব ও দেশপ্রেম জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় কয়েক দশক ধরে বেগম খালেদা জিয়া নিরলস ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক নির্যাতন, মিথ্যা মামলা ও কারাবরণের মধ্যেও তার অটল মনোবল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
বেগম খালেদা জিয়ার সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে মাসুদ সাঈদী বলেন, স্বৈরাচারী দুঃশাসনের সময়ে তার শহিদ পিতাকে বিনা অপরাধে গ্রেফতার করা হলে বেগম খালেদা জিয়া নিয়মিত তাদের পরিবারের খোঁজখবর নিতেন এবং সাহস ও সান্ত্বনা দিতেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রীই নন, বরং আলেম সমাজ ও সাধারণ মানুষের প্রতি তার শ্রদ্ধা ও দায়িত্ববোধ ছিল অনন্য। রাজনৈতিক সহাবস্থান, নাগরিক অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামে তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শেষে মাসুদ সাঈদী মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।