Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৪

মাদক ক্রয়-বিক্রয়ের সময় সাতজনকে হাতেনাতে আটক করা হয়। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে সাতজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৫৯ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১ সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ থানাধীন ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের একটি কলাবাগানে অভিযান চালানো হয়। অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় সাতজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. মিজানুর রহমান (৪৫), মো. নাসির (৫৭), মো. বাবু (২৬), মো. সিরাজুল ইসলাম (৫০), মো. কাওছার (২৬), মো. সাহালাল ইসলাম (২৯) ও মো. এনাদুল (৫০)। তারা সবাই শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৫৯ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

শিবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৭
৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৪

আরো

সম্পর্কিত খবর