Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে বিরল প্রজাতির সজারু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৫

উদ্ধার করা সজারু। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রাম থেকে বিরল প্রজাতির একটি সজারু উদ্ধার করেছে বনবিভাগ। সজারুটির দৈর্ঘ্য প্রায় দেড় ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খবর পেয়ে পঞ্চগড় বনবিভাগের কর্মীরা সজারুটিকে উদ্ধার করে তেঁতুলিয়া ইকো পার্কে নিয়ে যান। আপাতত সজারুটিকে সেখানে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সজারুটি একটি ক্ষেত পার হয়ে সুপারির বাগানের দিকে যাচ্ছিল। এসময় স্থানীয় কয়েকজন সেটিকে দেখতে পেয়ে ধরার চেষ্টা করলে সজারুটি পাশের একটি পুকুরে নেমে পড়ে। পরে স্থানীয়রা বাঁশের তৈরি একটি খাঁচা ব্যবহার করে পুকুর থেকে সজারুটিকে আটক করে বনবিভাগকে খবর দেন।

বিজ্ঞাপন

খবর ছড়িয়ে পড়লে সজারুটিকে একনজরে দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ ভিড় করেন।

স্থানীয় বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ‘সজারুটি দেখার খবর পেয়ে অনেক মানুষ জড়ো হয়। আমার বাড়ির পুকুর থেকেই শেষ পর্যন্ত এটিকে ধরা হয়। এরপর বনবিভাগকে জানানো হয়।’

আয়েশা সিদ্দীকা নামের এক শিশু বলেন, ‘আমি আগে মোবাইল আর টিভিতে সজারু দেখেছি। আজ প্রথমবার সামনে থেকে দেখলাম। খুব ভালো লাগছে।’

খলিল নামের এক ব্যক্তি বলেন, ‘প্রায় ৪০-৫০ বছর আগে সজারু দেখেছিলাম। এতোদিন পর আবার দেখলাম। এটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ আসছে।’

পঞ্চগড় সদর বনবিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদিন বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সজারুটিকে উদ্ধার করি। প্রাথমিকভাবে নিরাপত্তার স্বার্থে তেঁতুলিয়া ইকো পার্কে রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

অনলাইনে রিটার্ন ৩০ লাখ ছাড়াল
৩১ ডিসেম্বর ২০২৫ ১৭:১১

আরো

সম্পর্কিত খবর