‘ফুটবল বিশ্বকাপের বছর’। এই একটি বাক্যই ক্রীড়া প্রেমীদের মনে অন্য এক উচ্ছ্বাস জাগিয়ে তোলে। ৪ বছর পর আবার এসেছে ফিফা বিশ্বকাপের বছর। ২০২৬ সালে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। একই সঙ্গে এই বছরেই হবে টি-২০ বিশ্বকাপও। এক নজরে দেখা নেওয়া যাক ২০২৬ সালের বড় ক্রীড়া ইভেন্টগুলো।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে এই বছরের সবচেয়ে বড় ইভেন্ট ফিফা বিশ্বকাপের। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, স্বাগতিক দেশ হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১৯ জুলাই মায়ামির ফাইনালে পর্দা নামবে ঐতিহাসিক এই টুর্নামেন্টের।
ফুটবলের মতো বিশ্বকাপ হবে ক্রিকেটেও। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত-শ্রীলংকায় শুরু হবে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। এই বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশসহ ২০টি দেশ।
ক্রীড়া সূচি ২০২৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট
১৫ জানুয়ারি-৬ ফেব্রুয়ারি, জিম্বাবুয়ে ও নামিবিয়া
আফ্রিকান কাপ অব নেশনস: ফাইনাল
১৮ জানুয়ারি, রাবাত
বিপিএল: ফাইনাল
২৩ জানুয়ারি, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপ (পুরুষ)
৭ ফেব্রুয়ারি-৮ মার্চ, ভারত-শ্রীলংকা
নারী এশিয়ান কাপ
১-২১ মার্চ, অস্ট্রেলিয়া
আইপিএল
২৬ মার্চ-৩১ মে, ভারত
বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব: প্লে-অফ
২৬-৩১ মার্চ
বিশ্বকাপ ফুটবল
১১ জুন-১৯ জুলাই, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
১২ জুন-৫ জুলাই, ইংল্যান্ড
বিশ্বকাপ হকি (নারী ও পুরুষ)
১৪-৩০ আগস্ট, বেলজিয়াম ও নেদারল্যান্ডস
এশিয়ান গেমস
১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর, আইচি ও নাগোয়া