Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৬ সালে বাংলাদেশের সিরিজ কবে, কার বিপক্ষে?

স্পোর্টস ডেস্ক
১ জানুয়ারি ২০২৬ ১৪:৪৬ | আপডেট: ১ জানুয়ারি ২০২৬ ১৫:০৩

২০২৫ সালে ক্রিকেট মাঠে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ জাতীয় দল। গেল বছরের মতো এই বছরও বাংলাদেশ ক্রিকেট দলের রয়েছে ব্যস্ত সূচি। এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেট দল এই বছরে তিন ফরম্যাটে কোন দলের বিপক্ষে সিরিজ খেলবে।

এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ব্যস্ত বিপিএলে। বিপিএল শেষেই ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের এবারের আসরে অংশ নিতে উড়াল দেবে বাংলাদেশ দল।

বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই সিরিজের সূচি পিএসএলের সাথে মিলে যাওয়ায় দুই ভাগে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। বাংলাদেশে এসে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে পাকিস্তান।

বিজ্ঞাপন

এপ্রিলের শেষভাগে নিউজিল্যান্ড আসবে বাংলাদেশে সফরে। এই সফরে তারা খেলবেন ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ।

জুনের শুরুতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তারাও খেলবেন ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ। এই সিরিজ শেষে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। জুলাই মাসজুড়ে সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট, ৫ ওয়ানডের সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।

আগস্টের শুরুর দিকে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজের পর কিছুটা বিশ্রাম পাবে বাংলাদেশ।

অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তারা খেলবেন ২ ম্যাচের টেস্ট সিরিজ। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে দক্ষিণ আফ্রিকা গিয়ে ২ টেস্ট, ৩ ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শেষ হবে ডিসেম্বরের শুরুর দিকে। এই সিরিজ দিয়েই ২০২৬ সাল শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল।

বছরটা শুরু হয়েছিল বিপিএল দিয়ে, ২০২৬ সালের শেষটাও হতে পারে বিপিএল দিয়েই। এই বছরের শেষ প্রান্তে শুরু হতে পারে বিপিএলের পরবর্তী আসর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর