জুতার আড়ালে চোরাই মোবাইলের ব্যবসা, গ্রেফতার ১
১৬ জুলাই ২০১৮ ১৮:১৪ | আপডেট: ১৬ জুলাই ২০১৮ ২১:২০
|| স্পেশাল করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে ফুটপাতে পুরনো জুতা বিক্রি করেন মো. সুমন (৩১)। দৃশ্যমান এই জুতা বিক্রির আড়ালে সুমন চুরি-ছিনতাই করে আনা মোবাইল সেট বিক্রি করেন, ভাষ্য পুলিশের।
সোমবার (১৬ জুলাই) সকালে সুমনকে ১৬টি চোরাই মোবাইল সেটসহ গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলা’কে জানান, স্টেশন রোডে সুমনের বাসা থেকে সাতটি এবং তার দোকান থেকে ৯টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। নগরীর বিভিন্ন জায়গা থেকে পেশাদার অপরাধীরা তাদের চুরি-ছিনতাই করা মোবাইল সেট সুমনের কাছে বিক্রি করে। পরে সুমন সেগুলো সাধারণ লোকজনের কাছে বিক্রি করেন।
সুমনের বিরুদ্ধে কোতোয়ালি থানার এস আই মো.আইয়ুব উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন।
সারাবাংলা/আরডি/এএস