Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৭:৪৩ | আপডেট: ১ জানুয়ারি ২০২৬ ১৭:৪৪

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

ঢাকা: পদত্যাগের পর আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন। রুলস অব বিজনেস অনুযায়ী তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো। বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) পদত্যাগ করেন ডা. মো. সায়েদুর রহমান। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়। তিনি গত ৩০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। অবসরের সুবিধার নিশ্চিতের জন্য তিনি বিশেষ সহকারীর পথ থেকে পদত্যাগ করেছিলেন।

বিজ্ঞাপন

সঞ্চয়পত্রের মুনাফার হার কমল
১ জানুয়ারি ২০২৬ ১৭:২০

আরো

সম্পর্কিত খবর