Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ হলো নন-লাইফ বিমার ব্যক্তি এজেন্ট কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২০:১৪

ঢাকা: দেশের নন-লাইফ বিমা খাতে ব্যক্তিগত এজেন্টের মাধ্যমে ব্যবসা ও কমিশন প্রদানের পথ বন্ধ হয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক নির্দেশনায় এ খাতের সব ব্যক্তিগত বিমা এজেন্টের লাইসেন্স স্থগিত করেছে।

ফলে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে বিমা কোম্পানিগুলোর জন্য এজেন্টদের কমিশন দেওয়ার আর কোনো আইনগত সুযোগ ছিল না।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গত ২৩ ডিসেম্বর একটি সার্কুলার (নম্বর: নন-লাইফ-১০৯/২০২৫) জারি করেছে। এই নির্দেশনার মাধ্যমে নন-লাইফ বিমাকারীদের অধীনে থাকা সব ব্যক্তিগত বিমা এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু আজ থেকে ব্যক্তি বিমা এজেন্টদের লাইসেন্স আর কার্যকর থাকবে না, তাই তাদের কোনো প্রকার কমিশন দেওয়ার সুযোগ থাকবে না।

বিমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারা অনুযায়ী, বিমা এজেন্ট ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে কমিশন অথবা অন্য কোনো নামে পারিশ্রমিক বা পারিতোষিক পরিশোধ করার কোনো সুযোগ নেই।

নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান বিমা আইন ও বিধিমালার আওতায় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এমতাবস্থায়, সব নন-লাইফ বিমাকারী প্রতিষ্ঠানকে কমিশন প্রদান নিষিদ্ধসংক্রান্ত উপরোক্ত নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।