ঢাকা: ১২ লাখ ছাড়ালো পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনের সংখ্যা। নিবন্ধন শুরু হওয়ার ৪৬ তম দিনে নিবন্ধনে এগিয়ে আছেন দেশের ভেতরে নির্বন্ধনকারীরা। অ্যাপে মোট নিবন্ধন করেছেন ১২ লাখ ২ হাজার ৪৬৮ জন। এ ছাড়া ১০ লাখ ৩৮ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ১ লাখ ৬৩ হাজার ৫৩২ জন নারী। ১২ লাখের মধ্যে ৫ লাখ ২৩ হাজার ৫৬২ জন বাংলাদেশ থেকে এবং বাকিগুলো অন্যান্য দেশ থেকে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর ইসি’র ওয়েবসাইটে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি এই সময়সীমা বৃদ্ধি করেছে। ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।
যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে— দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।\ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
১২ লাখ ছাড়ালো পোস্টাল অ্যাপে নিবন্ধনের সংখ্যা, সময় বাকি ৪ দিন
স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২০:৩৪
১ জানুয়ারি ২০২৬ ২০:৩৪
সারাবাংলা/এনএল/এসআর