Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাশেজ ২০২৫
টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন খাজা

স্পোর্টস ডেস্ক
২ জানুয়ারি ২০২৬ ০৯:০৩ | আপডেট: ২ জানুয়ারি ২০২৬ ০৯:১১

অবসরের ঘোষণা দিলেন খাজা

ফর্মটা ভালো যাচ্ছে না অনেকদিন ধরেই। একের পর এক ইনজুরিও বেশ ভোগাচ্ছে। ওপেনিংয়েও জায়গা হারিয়েছেন। সব মিলিয়ে উসমান খাজার সময়টা একেবারেই ভালো কাটছে না। শেষ পর্যন্ত সাদা পোশাককে বিদায় বলার সিদ্ধান্ত নিলেন এই বাঁহাতি ব্যাটার। এক সংবাদ সম্মেলনে খাজা জানিয়েছেন, সিডনিতে এবারের অ্যাশেজের শেষ টেস্ট খেলেই টেস্টকে বিদায় বলছেন তিনি।

২০১০-১১ মৌসুমে এই সিডনিতেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল খাজার। ১৫ বছর পর একই মাঠে টেস্টকে বিদায় জানাবেন খাজা।

দীর্ঘদিন ধরেই টেস্টে অজিদের ওপেনিংয়ে মূল ভরসা খাজা। সঙ্গী ছিলেন ডেভিড ওয়ার্নার, তিনি অবসর নিয়েছেন আগেই। এবার চলে যাচ্ছেন খাজাও। ইনজুরির কারণে এবারের অ্যাশেজে সেই ওপেনিং পজিশনও হারিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে ৮৭ টেস্টের ক্যারিয়ারে ৬২০৬ রান খাজার, সেঞ্চুরি আছে ১৬টি। সিডনি টেস্টে মাঠে নামলে ৮৮ টেস্ট খেলে ক্যারিয়ার শেষ করবেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটেও শেষবারের মতো মাঠে নামবেন তিনি।

৪ জানুয়ারি মাঠে গড়াবে সিডনি টেস্ট। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে অস্ট্রেলিয়া।