নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর রিয়াদ আবাসিক হোটেল থেকে বাসু (৪০) ও জাহিদ হাসান রাসেল (৪২) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
আটক ব্যক্তিরা হলেন-বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাসির আহাম্মেদের ছেলে বাসু ও চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শহীদের ছেলে জাহিদ হাসান রাসেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে চৌমুহনী পূর্ববাজারে হোটেল রিয়াদ আবাসিক ৩০২নং কক্ষে অভিযান চালানো হয়। এসময় ওই কক্ষ থেকে বাসু ও রাসেলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে। এদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।