Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ২টি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১৯:০৮

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনে ৮ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

শুক্রবার (২ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে এসব মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা বিবেচিত হয়। এতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের (দাঁড়িপাল্লা) মনোনীত সহকারি অধ্যাপক মাজেদুর রহমানের মনোনয়নপত্র অবৈধ বলে বিবেচিত হয়। এছাড়া, এ আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন সরদার, ছালমা আক্তার, জাতীয় পার্টির (আরএ) মাহফুজুল হক সরদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রমজান আলীর মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদের মধ্যে সমর্থনকারীর ভোটার সঠিক না হওয়া স্বতন্ত্র ছালমা আক্তার ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পদে চাকরি করায় মাজেদুর রহমান, দলীয় মনোনয়ন সঠিক না থাকায় মাহফুজুল হক সরদার ও রমজান আলীর মনোনয়নপত্র অবধৈ হিসেবে বিবেচিত হয়।

এ ব্যাপারে ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারসহ একাধিক প্রার্থী জানান, তারা মনোনয়নৈর বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ পার্য়য়ে আপীল আবেদন করবেন।

এদিকে, গাইবান্ধা-২ (সদর) আসনে দলের মনোনয়নপত্র সঠিক না হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত মিহির ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মাজেদ ও হলফ নামায় সই না থাকায় খেলাফত মজলিসের মনোনীত একেএম গোলাম আযমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গাইবান্ধায়-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর