কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ি থেকে উদ্ধার হওয়া মর্টারশেল নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের আর্টিলারি ডিভিশনের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা (মৃত) আসমত উল্লাহর বসতবাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

মৃত আসমত উল্লাহর দ্বিতীয় স্ত্রী পাখি খাতুন জানান, প্রায় ১৫ বছর আগে বিয়ের পর থেকে তিনি বসতঘরের ভেতর মর্টার শেলটি পড়ে থাকতে দেখেছেন। স্বামীর মৃত্যুর পর একপর্যায়ে সেটিকে ভাঙারি হিসেবে ৩০ টাকা কেজি দরে বিক্রি করেন। তবে ভাঙারি ব্যবসায়ী বস্তুটি বিপজ্জনক মনে করে পুনরায় বাড়িতে ফিরিয়ে দেন। পরে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি স্থানীয় গ্রাম পুলিশকে অবহিত করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় আর্টিলারি শেল উদ্ধার
স্থানীয় গ্রাম পুলিশ ময়নাল হোসেন বলেন, বিষয়টি জানার পরপরই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, উদ্ধার করা মর্টার শেলটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পুরো পরিস্থিতি পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
দৌলতপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাসুদ বলেন, মর্টার শেলটি নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। পরে শুক্রবার বিকেলে যশোর সেনানিবাসের সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।
অভিযানে বোম ডিসপোজাল টিমের নেতৃত্ব দেন ক্যাপ্টেন রিফাত। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। তিনি জানান, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই মর্টার শেলটি নিরাপদ স্থানে নিয়ে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।