Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ২টি আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ২০:৫৭ | আপডেট: ২ জানুয়ারি ২০২৬ ২০:৫৯

খুলনা: খুলনা-৫ ও খুলনা-৬ আসনে জাতীয় পার্টিসহ ৩প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং এক প্রার্থীর স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার এ ঘোষণা দেন।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) ও খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমান এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস।

খুলনা-৫ আসনের বৈধ প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।

বিজ্ঞাপন

খুলনা-৬ আসনের বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির এসএম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, খুলনা-৫ ও ৬ আসনে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে খুলনা-৫ আসনে ৬টি মনোনয়নপত্র জমা পড়ে। আজ যাচাই-বাছাই শেষে ৪ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। আর জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) সার্টিফিকেটের কাগজপত্র না দেওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া, ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমানের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, খুলনা-৬ আসনে ৬ প্রার্থীর মধ্যে ৪জন বৈধ, ২জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এরমধ্যে ঋণ খেলাপীর জন্য জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং ১ শতাংশ ভোটারের তথ্যে সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর