Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের সিটের নিচে মিলল ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ২৩:৫৪

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এসব মাদক জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামসংলগ্ন পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় চকপাড়া থেকে বাটুলপাড়া হয়ে সোনাপুর বারিকবাজারের দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে আমবাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে লুকানো অবস্থায় ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ফেন্সিডিলের বিকল্প আরও ২৩ বোতল সিরাপ উদ্ধার করেন। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাকারবারিরা মাদক পাচারে যতই নতুন নতুন পদ্ধতি অবলম্বন করুক না কেন, সব ধরনের মাদক চোরাচালান ও চোরাকারবারীদের প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস