নরসিংদী: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, শোককে শক্তিতে রূপান্তর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে এবারের নির্বাচনে বিজয় অর্জন করতে হবে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম দেশের নারী সরকারপ্রধান হিসেবে গণতন্ত্র ও মানুষের কল্যাণে আপসহীন ভূমিকা রাখা বিরল ঘটনা। ভোগ-বিলাস ও আয়েশ ত্যাগ করে তিনি জনগণের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন বলেই মানুষ তাকে রাজকীয় বিদায় জানিয়েছে।
তিনি বলেন, এক সময় শেখ হাসিনা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজার সরিয়ে নিতে চেয়েছিলেন। আজ তার পাশেই বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত। আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তা কেড়ে নিতে পারে না। গোটা বিশ্ব আজ তাকে সম্মান জানাচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শোককে শক্তিতে পরিণত করে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে ওই নির্বাচনে বিজয় অর্জন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সরদার শাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থী মঞ্জুর এলাহীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।