কোটা সংস্কার আন্দোলন: জাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন
১৬ জুলাই ২০১৮ ২০:০৪
|| জাবি করেসপন্ডেন্ট ||
জাবি: কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তারকৃত ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও আন্দোলনে হামলাকারীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, দর্শন, প্রাণীবিদ্যা (৪৪তম ব্যাচ), ফিন্যান্স এন্ড ব্যাংকিং (৪৫ ব্যাচ), একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (৪৫ ও ৪৬ ব্যাচ) ও পদার্থবিজ্ঞান (৪৬তম ব্যাচ) বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে। ফলে এসব বিভাগ ও ব্যাচে পূর্বনির্ধারিত কোন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
এক শিক্ষার্থী বলেন, কোটা সংস্কার একটি ন্যায্য দাবি। এটা নিয়ে কোন প্রহসন মেনে নেওয়া যায় না। সরকারের কাছে অবিলম্বে কোটা সংস্কারের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি।
এর আগে, রোববার একই দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।
সারাবাংলা/এএস