গত আসরের ফাইনালে শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হয়ে ফিরতে হয়েছিল তাদের। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য এবার বেশ চমক রেখেই স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের স্কোয়াড।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে অবসর ভেঙে ফিরেছেন ওপেনার কুইন্টন ডি কক। ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে খেলবেন পেসার এনরিখ নরকিয়াও।
শক্ত ব্যাটিং লাইনআপ সাজানো হয়েছে অধিনায়ক এইডেন মার্করাম, টনি ডে জর্জি, ডিওয়াল্ড ব্রেভিস, জেসন স্মিথ, ডেভিড মিলার এবং দোনোভান ফেররেইরাকে নিয়ে।
বোলিংয়ে পেসারদের মধ্যে স্কোয়াডে আছেন কাগিসো রাবাদা, ইয়ানসেন, কোয়েনা মাফাকা, নরকিয়া, লুঙ্গি এনগিদি ও করভিন বসরা। স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন কেশভ মহারাজ।
এবারের আসরে দক্ষিণ আফ্রিকা পড়েছে গ্রুপ ‘ডি’-তে। গ্রুপে তাদের সঙ্গী আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডে জর্জি, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, দোনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিদি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করভিন বস,এনরিখ নরকিয়া।