Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল ২০২৬
আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ

স্পোর্টস ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬ ১২:২৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৪:৫৪

আইপিএলে থাকছেন না মোস্তাফিজ

কথা ছিল এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানের আর আইপিএল ২০২৬ এ মাঠে নামা হচ্ছে না। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কলকাতার স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই।

বাংলাদেশ থেকে ৭ জন খেলোয়াড়ের নাম ছিল গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে। তবে নিলাম শেষে দল পান শুধু মোস্তাফিজ। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কেনে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড।

তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়নের প্রভাবটা পড়েছে ক্রীড়াঙ্গনেও। আর এতেই আইপিএলে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল মোস্তাফিজের।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সেই আশংকাই সত্যি হয়েছে। গোহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’

আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতের অনেকেই প্রশ্ন তুলেছিলেন। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এর আগে এএনআইকে বলেন, ‘কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মোস্তাফিজুর রহমান) দল থেকে সরিয়ে দেওয়া উচিত।’

মোস্তাফিজকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঙ্গীত সোম।

এই ঘটনার কলকাতার পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মোস্তাফিজের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

নতুন শর্টফিল্মে হৃদয়-মোনালিসা
৩ জানুয়ারি ২০২৬ ১৭:২৮

আরো

সম্পর্কিত খবর