ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তার মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পর বৈধ ঘোষণা করে।
বৈধতা নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কবির আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক রাজনীতির উত্তরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাভিভূত। এই শোককে আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে। তার দেশপ্রেম, গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয়তাবাদী আদর্শ— এসবই আমাদের চলার পথের অনুপ্রেরণা।”
কবির আহমেদ ভূঁইয়া বলেন, “কসবা–আখাউড়ার মানুষের সামগ্রিক উন্নয়ন, সুস্থ-সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূর করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের আস্থা ও ভালোবাসা আমার শক্তি।”
এদিকে মনোনয়ন বৈধ হওয়ার বিষয়টি জানাজানি হলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।