Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জাবিতে মৌন মিছিল


১৬ জুলাই ২০১৮ ২০:১৫

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

জাবি: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা।

‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’-এর ব্যানারে সোমবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে মিছিল শুরু হয়। মুখে কালো কাপড় বেঁধে এতে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদ ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মৌন মিছিলে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মানস চৌধুরী, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বাধীন সেন, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, দর্শন বিভাগের অধ্যাপক মুহম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ

দীপাবলির প্রদীপে আশার আলো | ছবি
১ নভেম্বর ২০২৪ ০২:৫৫

জাপা অফিসে লুটপাটের অভিযোগ
১ নভেম্বর ২০২৪ ০০:১৬

আরো

সম্পর্কিত খবর