Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১২:৫৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৪:০৬

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক ওবায়দুর রহমান (২৯)।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং আহত চালক ওবায়দুর রহমানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একটি ট্রাক বালু আনতে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার হুসাইনের মৃত্যু হয় এবং চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হলেও অপর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পালিয়ে যাওয়া চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

নতুন শর্টফিল্মে হৃদয়-মোনালিসা
৩ জানুয়ারি ২০২৬ ১৭:২৮

আরো

সম্পর্কিত খবর